
বাড়ছে বিপদ! শাহজাহানের বিরুদ্ধে ১১৩ পাতার চার্জশিট! কী রয়েছে সেই চার্জশিটে?
ব্যুরো নিউজ, ২৮ মে : গত ৫ জানুয়ারি থেকে উত্তপ্ত সন্দেশখালি। প্রতি পরতে পরতে উঠেছে একের পর এক নয়া নয়া তথ্য। যা একেবারে কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্য- রাজনীতিকে। মঙ্গলে দুই ফুলের মেগা টক্কর! একই দিনে রোড শো মোদী-মমতার এদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে ইডি। এই প্রথম শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেই মনে