
আজ দিল্লীর সাংসদ বাংলো ছাড়ার ‘ডেডলাইন’| তবে কি বাংলো ছাড়ছেন মহুয়া?
ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: আজ দিল্লীর সাংসদ বাংলো ছাড়ার ‘ডেডলাইন’| তবে কি বাংলো ছাড়ছেন মহুয়া? লোকসভা থেকে বহিষ্কারের পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সাংসদ বাংলো খালি করতে নির্দেশ দেয় লোকসভার সচিবালয়। ডিসেম্বর মাসেই ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কৃষ্ণনগর থেকে সাংসদ মহুয়াকে। কিন্তু সময় পেড়িয়ে গেলেও বাংলো ছাড়েননি মহুয়া। বেআইনি নিয়োগে গ্রেফতার প্রাক্তন DI ও প্রধান