
বাংলার লজ্জা! নিয়োগ দুর্নীতির পর শিক্ষক নিয়োগে ছেদ! চাকরির খোঁজে বিহারে বাংলার ছেলে-মেয়েরা
ব্যুরো নিউজ, ৩০ মে : বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে এ রাজ্যের শিক্ষকদের বর্তমান অবস্থা আর বলার বাহুল্য রাখেনা। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর এবার সেই মামলা এখন শীর্ষ আদালতে। এদিকে শিক্ষকরা যোগ্য না অযোগ্য? তা যাচাইয়ের জন্য নথি দিতে হবে শিক্ষকদের। বাংলার সব শিক্ষককে নিজের নথি দিয়ে প্রমাণ করতে হবে তিনি যোগ্য কি না। এমনই নির্দেশিকা দেয়