
প্রয়াত চিত্রশিল্পী ললিতা লাজমি
ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ফ্রেব্রুয়ারিঃপ্রয়াত হলেন গুরু দত্তের বোন তথা প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার অর্থাৎ গতকাল সকালে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা বিনোদন জগতে। ২০০৭ এ মুক্তি পাওয়া আমির খানের জনপ্রিয় ‘ তারে জমিন পার’ ছবিতে ক্যামিও-র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল খ্যাতনামা চিত্রশিল্পী ললিতাক লাজমিকে। দ্য জাহাঙ্গীত