
সোনারকেল্লার শহরে বং-মিষ্টিতে জমজমাট সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর
ইভিএম নিউজ ব্যুরোঃফুলে ফুলে সেজে উঠেছে জয়সলমীরে সূর্যগড় প্যালেস। নয়াদিল্লি থেকে আনা ব্যান্ডের বাজনায় বারাত নিয়ে রাজকীয় শোভাযাত্রা করে কিয়ারা আডবাণীকে বিয়ে করতে এলেন সিদ্ধার্থ মালহোত্র। রীতি মেনে চার হাত এক হল দুজনের। কনের পরনে ছিল পিচ রঙের লেহেঙ্গা। সিদ্ধার্থ পরেছিলেন সাদা পোশাক। ডিজাইনের দায়িত্বে ছিলেন তারকা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র। যদিও বিয়ে হওয়ার কথা ছিল সোমবার, ৬ ফেব্রুয়ারি। কিন্তু