
বিশ্বজুড়ে ৪০০০ টি স্ক্রিনে মুক্তি পেল থালইভার ‘জিলার’
ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) প্রায় দু’বছর পর আবারও সিলভার স্কিনে ফিরছেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত। আজ, ১০ অগাস্ট তাঁর নতুন ছবি ‘জিলার’ মুক্তি পাচ্ছে। বিশ্বজুড়ে মোট ৪০০০ টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে তাঁর এই ছবি। যদিও তাঁর মধ্যে ৮০০ টি তেলেগু স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই ছবি। তাই বলাই বাহুল্য, থালইভার নতুন ছবি জিলারের জন্য সকলেরই চড়েছে উন্মাদনার পারদ। বরাবরের