
আইএসএলের সেমি ফাইনালে মোহনবাগান
আই এস এল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা সহজেই দুই শূন্য গোলে হারাল ওড়িশা এফ সি কে। প্রথমার্ধে মোহনবাগান এগিয়ে ছিল এক শুন্য গোলে। গোলটি করেন হুগো বুমোস। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে ম্যাচের শুরু থেকেই আক্রমনে ঝড় তোলে সবুজ মেরুন শিবিরের ফুটবলাররা। বিশেষ করে বাগানের দুই ফুটবলার বুমোস এবং দিমিত্রিকে আটকানোর সাধ