
শিলিগুড়ির ইসকন মন্দিরে ঘটা করে পালন করা হল রথযাত্রা উৎসব
গতকাল বিশ্বব্যপী পালিত হয়েছে রথযাত্রা উৎসব। এই উপলক্ষে শিলিগুড়ির ইসকন মন্দিরে ঘটা করে পালন করা হয়েছে রথযাত্রা উৎসব। শ্রীক্ষেত্র-পুরীধামে শুভ রথযাত্রার সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বব্যাপী এই রথযাত্রা উদযাপন করা হয়েছে। ১৯৬৭ সালে আমেরিকার সান-ফ্রানসিস্কো শহরে সর্বপ্রথম ISKCON প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা এই রথযাত্রা সূচনা হয়। এই বছর মহাধুম-ধামের সহিত ISKCON শিলিগুড়ি দ্বারা আয়োজিত ৩৪’তম