
অত্যাধিক চুল ঝরছে? নিজের অজান্তেই করছেন না তো এই ভুল?
লাবনী চৌধুরী, ২৮ জুন: চুল পড়ার সমস্যা এখন প্রায় সকলেরই। শীতে, গরমে, বর্ষায় কোনও সিজেনেই নিস্তার নেই। কোনও ভাবেই চুল পড়া থেকে যেনও কিছুতেই মিলছে না মুক্তি। তবে নিজের অজান্তেই এই ভুল গুলো করছেন না তো? আপনি কি নিয়মিত চুলে শ্যাম্পু করেন? অজান্তে নিজের ক্ষতি করছেন না তো? অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়মিত চুলের যত্ন নেওয়া, তেল দেওয়া, হেয়ার প্যাক লাগানো।