এবার মহাকাশে মানুষ পাঠাবে ইসরো, প্রস্তুতি শুরু
ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুলাইঃ (Latest News) গত ১৪ জুলাই সফল হয়েছে চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণ। আশা করা হচ্ছে ২৩ অগাস্ট সফলভাবে ছোঁবে চন্দ্রপৃষ্ঠ। আর তার কিছুকাল পরেই মহাকাশে মানুষ পাঠাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। মহাকাশচারী সহ ভারতের মহাকাশযান ‘গগনযান’ পাড়ি দেবে মহাকাশে। আর সেই মিশনের প্রস্তুতি শুরু হবে অগাস্টের শেষ সপ্তাহে। এ কথা জানিয়েছেন ইসরোর প্রধান এস. সোমনাথ। সূত্রের খবর,