এবার বিদেশের মাটিতে ‘দৃশ্যম’
ইভিএম নিউজ ব্যুরোঃ দেশী ভাষায় সাফল্যের পর ,এবার বিদেশী ভাষায়‘দৃশ্যম’। ফের শিরোনামে উঠে এসেছে ‘দৃশ্যম’। দেশের গণ্ডি পেরিয়ে এ বার বিদেশি ভাষায় তৈরি হতে চলেছে শিরোনামে থাকা এই ছবিটি। জনপ্রিয়তা ও সমালোচনা কুড়িয়ে মালয়ালমের পর তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় তৈরি হয়েছিল ‘দৃশ্যম’। এবার সেটি ইংরেজি-সহ একাধিক বিদেশি ভাষাতেও ছবি তৈরির সিদ্ধান্ত নিলেন ছবির নির্মাতারা জীতু জোসেফ। মালয়ালম পরিচালক জীতু