ধান আর সবজির ক্ষতি পেরিয়ে গাঁদার চাষে লক্ষাধিক লাভ করলেন দেবব্রত
ইভিএম নিউজ ব্যুরোঃ ধান আর সবজির চাষে তেমন লাভ হচ্ছিল না। তাই কপাল ঠুকে এবার গাঁদাফুলের চাষ শুরু করেছিলেন, পুরনো মালদহের শিবগঞ্জের বাসিন্দা, পেশায় কৃষিজীবী দেবব্রত সরকার। আর প্রায় লটারি পাওয়ার মতোই সেই গাঁদাফুল থেকে লাভের লক্ষ্মী ঘরে তুলেছেন দেবব্রত। ছপ্পর ফুঁড়ে দেবব্রতর ঘরে এমন লক্ষ্মীর আশীর্বাদ পড়ার ঘটনায়, তার তার পড়শি কৃষকরাও রীতিমতো আশ্চর্য। আর সহ কৃষকদের সেই বিস্ময়ের