এবার আধার কার্ডেও মিলবে চ্যাটবক্সের সুবিধা
ইভিএম নিউজ ব্যুরো, ১ লা মার্চঃ যত দিন যাচ্ছে প্রযুক্তির ততই প্রগতিশীল হচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে মানুষও। সব কিছুতেই এসেছে নতুনের ছোঁয়া। তাই এবার আধারেও মিলবে সব সমস্যার সমাধান। তাই এবার আধার কার্ড প্রতিষ্ঠা UIDAI লঞ্চ করল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট । চ্যাটবক্সটি নাম দেওয়া হয়েছে ‘আধার মিত্র’। কৃত্রিম এই চ্যাটবক্সের সাহায্যে আপনারা আপনাদের সমস্ত রকমের সমস্যার সমাধন