Suddenly suvendu flew to delhi

ব্যুরো নিউজ,৬ আগস্ট: ভারত- বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতিটি সীমান্তেই বিএসএফের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বিএসএফের ডিজি বাংলার সীমান্তের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, তদারকি করছেন। চলছে অপারেশন অ্যালার্ট। বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি।

হাসিনা আপাতত দিল্লিতে,সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত,ঘোষণা জয়শঙ্করের

শুভেন্দু দিল্লি যাওয়ার আগে কি বললেন?

দেশ ছাড়লেন হাসিনা, জেলমুক্তি খালেদার, এক ঝলকে ফিরে দেখা..

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেও বাংলাদেশের ভিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেনাবাহিনীর তরফে আশ্বাস দেওয়া হলেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। একের পর এক থানা, হোটেল, বাড়ি ঘরদোর আগুনে জ্বলছে। যেখানে সেখানে হামলা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আতঙ্কিত। তারা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। আর সেই সময়েই আচমকা দিল্লি উড়ে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জেল ভেঙে পালাচ্ছে জঙ্গিরা,হিন্দুদের বাংলাদেশ ছাড়ার হুমকি বিএনপি-জামাত জঙ্গিদের

হঠাৎ কি কারনে দিল্লি উড়ে গেলেন শুভেন্দু? সাংবাদিকদের কাছে এই বিষয়ে কিছুই স্পষ্ট ভাবে জানাননি তিনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সোমবার দিন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে ১ কোটি শরণার্থী চলে আসবে। আপনারা তার জন্য প্রস্তুত থাকুন। আমি তৈরি আছি। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বলব কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলুন। তবে হঠাৎ শুভেন্দুর দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে জোরালো জল্পনা তৈরি হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর