Supreme Court

লাবনী চৌধুরী, ২৪ মে : নির্বাচনের মাঝেই স্বস্তি কমিশনের। কোন বুথে কত শতাংশ ভোট পড়ল সেই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে না। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটের মধ্যে নির্বাচন কমিশনের ওপর বাড়তি বোঝা চাপানো অনর্থক এমনই পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার অবকাশকালীন বেঞ্চের।

পাইলটের তুখোর হাতে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন পূণ্যার্থীরা

সাত দফার নির্বাচনের মধ্যে পাঁচ দফার ভোট গ্রহনই সম্পন্ন। আর বাকি মাত্র ২ দফা। আর এর মাঝেই শীর্ষ আদালতে স্বস্তি পেল কমিশন। প্রতিটি বুথের ভোটদানের তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলে, প্রয়োজনীয় লোকবল সংগ্রহ করা নির্বাচন কমিশনের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে পড়বে।

বিচারপতি দীপঙ্কর দত্ত’র মত,  বাস্তব পরিস্থিতি মাথায় রেখে নির্বাচনের মধ্যে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত বোঝা চাপানো অনর্থক। তবে শীর্ষ আদালতের এই নির্দেশে এবার থেকে কোন বুথে কত শতাংশ ভোট পড়ল তা জানতে পারবে না সাধারণ মানুষ।

কমিশন জানায়, নির্বাচনী আইনে ভোটদানের তথ্য় প্রকাশ করতেই হবে, এমনটা বলা নেই। আর এই তথ্য প্রকাশ করা নিয়ে অনেক বিভ্রান্তিও সৃষ্টি হচ্ছে। নির্বাচনের পর এই তথ্য  প্রকাশ করলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ভোটগ্রহণের দিন আনুমানিক হিসেবের সঙ্গে সঙ্গে পরে প্রকাশিত তথ্যে অনেক ফারাক রয়েছে। আর তা নিয়েই প্রশ্ন উঠছে। এমনকি অনেক ক্ষেত্রে আবার কমিশনের বিরুদ্ধে দেরি করে ভোটদানের তথ্য প্রকাশ করার অভিযোগও উঠছে।

এই সকল বিষয়ে শীর্ষ আদালতে অন্তর্বর্তীকালীন আবেদন করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। আর আজ সেই আবেদনটি স্থগিত করে দিল অবকাশকালীন বেঞ্চ। জানানো হয়, ২০১৯ সালে এই বিষয়ে যে মূল আবেদনটি করা হয়েছিল, তার সঙ্গে এই আবেদনের মিল রয়েছে। তবে মূল আবেদনের ভিত্তিতে মামলাটি এখনও চলছে। নির্বাচনের পরে নিয়মিত বেঞ্চে বর্তমান মামলাটির শুনানি হবে বলে জানিয়েছে অবকাশকালীন বেঞ্চ।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর