গুছিয়ে রাখুন পড়ার টেবিল

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : সন্তানের দিনের অনেকটা সময় কাটে পড়ার টেবিলে—পড়াশোনা, ছবি আঁকা কিংবা গল্পের বইয়ের পাতা ওল্টানো। তবে টেবিলটি অগোছালো থাকলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। মনোবিদদের মতে পরিচ্ছন্ন টেবিলে কাজ করলে সন্তানের পড়াশোনায় আগ্রহ এবং একাগ্রতা বাড়ে। কিন্তু সমস্যা হল পড়ার টেবিল গুছিয়ে রাখাও একটি চ্যালেঞ্জ। আজ গুছালে কালই এলোমেলো! তাই প্রতিদিন ঝামেলা না করে কয়েকটি উপায় এবং সরঞ্জাম ব্যবহার করে টেবিলটি গোছানো রাখতে পারেন। জেনে নিন সহজ সমাধান।

সঠিক জায়গায় জুতো রাখার আধুনিক ব্যবস্থা, কি এই ব্যাবস্থা ?

১. ডেস্কটপ অর্গানাইজার ব্যবহার করুন

পেন, পেন্সিল, স্কেল, রং, জেমস ক্লিপ—এসব ছোটখাটো জিনিস প্রায়ই এদিক-ওদিক হয়ে যায়। অনলাইন ক্লাসের জন্য মোবাইল বা ট্যাবও টেবিলে রাখতে হয়। ডেস্কটপ অর্গানাইজার বা ছোট ছোট খাপযুক্ত স্ট্যান্ড কিনে টেবিলে রাখুন। এতে প্রয়োজনীয় সামগ্রী সহজে খুঁজে পাবেন এবং টেবিল এলোমেলো হবে না।

২. বইখাতা রাখার জন্য তাক

টেবিলের ওপর বই-খাতা স্তূপ করে রাখলে একটি বই নিতে গিয়ে বাকিগুলো এলোমেলো হয়ে যায়। এর বদলে লম্বালম্বি বই সাজানোর জন্য ছোট তাক কিনতে পারেন। এতে যে বই দরকার, তা সহজেই বের করা সম্ভব।

সুগন্ধী মশলার স্বাদে ভরপুর এই ভেজ বিরিয়ানি আপনার শীতের দুপুরকে আরও আনন্দময় করে তুলবে! জেনে নিন রেসিপি ?

৩. ম্যাগাজিন স্ট্যান্ড ব্যবহার করুন

পড়ার টেবিলে ম্যাগাজিন স্ট্যান্ড রাখলে বিভিন্ন ধরনের বই বা খাতা আলাদা করে সাজিয়ে রাখা যায়। এতে একটি বই নিতে গেলে অন্যটি এলোমেলো হওয়ার আশঙ্কা থাকে না।

৪. টেবিলে সবুজের ছোঁয়া যোগ করুন

পড়ার পরিবেশ সুন্দর করতে টেবিলে গাছ রাখুন। এমন স্ট্যান্ড বেছে নিন যেখানে গাছের টবের পাশাপাশি পেনদানি ও চশমাও রাখা যায়। এতে গাছের যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জিনিসও গুছিয়ে রাখা সহজ হবে।

৫. নিয়মিত টেবিল পরিষ্কার করুন

টেবিলে ব্যবহৃত জিনিসপত্র দিনে অন্তত একবার পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন এবং প্রতিদিন টেবিলটিকে ঝরঝরে রাখার অভ্যাস গড়ে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর