ব্যুরো নিউজ,২০ নভেম্বর:রাজ্যের ডাক্তারি পরীক্ষা নিয়ে নানা অভিযোগ সমালোচনার পর, এবার পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটি পর্যালোচনা কমিটি পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলির বেশিরভাগই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশিকা মেনে তৈরি করা হয়েছে। যেগুলি প্রায়শই অনুসরণ করা হতো না।
ভারত-রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ঃ পুতিনের ভারত সফরের প্রস্তুতি
বায়োমেট্রিক লকড বাক্সে রাখতে হবে পরীক্ষার খাতা
মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ
আগে যেখানে সিসি ক্যামেরা থাকলেও পরীক্ষায় কারচুপি চলত সেখানে এখন নতুন নিয়ম আসছে। পরীক্ষা শেষে খাতা সংগ্রহের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে তা বায়োমেট্রিক লকড বাক্সে রাখতে হবে। এই পুরো প্রক্রিয়া সিসি ক্যামেরার আওতায় হবে। পরীক্ষার মধ্যে টুকটাক বা মোবাইল ব্যবহার করতে দেখা গেলে সেই উত্তরপত্রটি বাতিল করে নতুন খাতা দেওয়া হবে।
এছাড়া পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে এবার সমস্ত খাতা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে সেখানেই খাতা দেখা হবে। এতে কোনভাবেই পরীক্ষকদের কাছে ছাত্রদের পরিচয় ফাঁস হবে না। পরীক্ষার উত্তরপত্র এখন কোডেড রাখা হবে যার ফলে প্রশ্নফাঁসের অভিযোগও কমবে। নতুন প্রস্তাবে, দুই পরীক্ষক প্রথমে উত্তরপত্র মূল্যায়ন করবেন। যদি তাদের মধ্যে ১৫ শতাংশের পার্থক্য থাকে, তাহলে তৃতীয় পরীক্ষক সেটি দেখবেন এবং সর্বোচ্চ দু’টি নম্বরের গড় হিসেব করে চূড়ান্ত ফলাফল স্থির হবে।
ক্যানসার প্রতিরোধে করোনা, শতাব্দীর অভিশাপ থেকে আশার আলো
প্রশ্নফাঁস রোধ করতে কমিটি আরও একটি পদক্ষেপ নিয়ে এসেছে। যেখানে আগামী থেকে প্রশ্নপত্র তৈরি করবেন ভিন রাজ্যের শিক্ষক বা অবসরপ্রাপ্ত চিকিৎসকরা। এমডি-এমএসের তৃতীয় বর্ষের পরীক্ষা থেকে এই নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ তার বিরোধিতা করছে।