ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকার সাইবার প্রতারণা রুখতে রাজ্য সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর আগে এবার থেকে দ্বিগুণ যাচাই হবে।সম্প্রতি পড়ুয়াদের ট্যাবের টাকা সাইবার প্রতারকরা হাতিয়ে নেওয়ার ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ায়।
মোদীর নাইজেরিয়া সফরঃ ভারত-নাইজেরিয়ার সম্পর্কের নতুন দিগন্ত
বড় ভূমিকা
বিষয়টির তদন্তে নেমে কলকাতা পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে হাতিয়ে নেওয়া টাকা কতটা উদ্ধার হয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন, যেসব উপভোক্তা এখনও টাকা পাননি, তারা তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন।এই প্রতারণার ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে সব সামাজিক প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তার তথ্য যথাযথভাবে যাচাই করা হবে। অর্থ দফতর ও ব্যাঙ্ক অফিসাররা যৌথভাবে এই কাজ করবেন। উপভোক্তার নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মেলানো হবে। যদি কোনো গরমিল পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তা নবান্নে জানানো হবে।
আফ্রিকার সিংহবধ, ভারতের কাছে হারলো প্রোটিয়ারা
টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযুক্তিকরণ রয়েছে কি না, তাও যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সফল হলে ট্রেজারি থেকে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হবে।এই উদ্যোগ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনতে বড় ভূমিকা নেবে এবং ভবিষ্যতে প্রতারণার ঘটনা কমাতে সাহায্য করবে।