স্মার্টফোন

ব্যুরো নিউজ, ২১ অক্টোবর :উৎসবের মরসুমের আগমনে স্মার্টফোন নির্মাতারা নিজেদের ইনভেন্টরি পরিষ্কার করতে মনোযোগ দিয়েছেন। বর্ষার শুরুতেই অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে বিক্রি বাড়াতে বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে এসেছে বিক্রেতারা। এর ফলস্বরূপ, ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের স্মার্টফোন বাজার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কেট ট্র্যাকার সংস্থা ক্যানালিসের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এই বছর স্মার্টফোন বিক্রির হার ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা প্রায় ৪ কোটি ৭১ লক্ষ স্মার্টফোনের চালানকে নির্দেশ করে।

এক অবিশ্বাস্যকর ঘটনা যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে মাঝ আকাশে বিমানের ছাদ উড়ে যাওয়ার ভোগান্তি মুখে যাত্রীরা

কোন ফোন প্রথম স্থানে রয়েছে জানুন

পাসপোর্ট ছাড়াই সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারেন এরা ! কারা জানেন ?

তবে, মূল্যবৃদ্ধির কারণে উৎসবের আগে স্মার্টফোন কেনার যে চাহিদা আশা করা হয়েছিল, তা পূরণ হয়নি। ভারতের স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ভিভো (Vivo)। যার চলতি বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে চালানের পরিমাণ ছিল ৯১ লক্ষ, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভিভোর মার্কেট শেয়ার ১৭ শতাংশ থেকে বেড়ে ১৯ শতাংশ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে শাওমি (Xiaomi), যার চালান ৭৮ লক্ষ, তবে তাদের শেয়ার কিছুটা কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। তাদের সাব-ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus)-কে ধরা হয়নি।

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘ডানা’র আগমন আতঙ্ক বাংলায়

তৃতীয় স্থানে স্যামসাং (Samsung) রয়েছে, তাদের চালান ৭৫ লক্ষ। কিন্তু মার্কেট শেয়ার ১৮ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমেছে। চতুর্থ স্থানে অপো (Oppo) ৬৩ লক্ষ চালান নিয়ে মার্কেট শেয়ার ১০ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে। পঞ্চম স্থানে রিয়েলমি (Realme) ৫৩ লক্ষ চালান নিয়ে রয়েছে। কিন্তু তাদের মার্কেট শেয়ার কমেছে ১১ শতাংশ।

এই পাঁচটি ব্র্যান্ডের বাইরে অন্যান্য ব্র্যান্ডগুলোরও শক্তিশালী বৃদ্ধি ঘটেছে। ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক সন্যম চৌরাসিয়া জানিয়েছেন, আইফোন ১৬ এর লঞ্চের ফলে অ্যাপল (Apple) সংস্থার মার্কেট শেয়ার বেড়েছে। ছোট শহরগুলো থেকেও আইফোনের জন্য ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। মোটোরোলা, গুগল ও নাথিং-এর মতো সংস্থাগুলোও তাদের মার্কেট শেয়ার বাড়িয়ে চলেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর