ব্যুরো নিউজ ১ এপ্রিল : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার জন্যই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার (২৯ মার্চ) পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (PWA)-এর সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।ইমরান খানের এই মনোনয়ন শুনে উচ্ছ্বসিত তার সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্টিয়েট সেন্ট্রাম এক পোস্টে জানায়, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য তার অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।”
বাংলাদেশ স্বাধীনতা দিবসে মুজিবের নাম মুছে দেওয়ার চেষ্টা হোলো,মোদির চিঠিতে খোঁচা ইউনূসকে।
প্রসঙ্গত, এটি প্রথমবার নয়। ২০১৯ সালেও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে এবার মনোনয়ন পেয়েছেন তিনি কারাগারে থাকাকালীন।২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত এক মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু তিনি নন, তার স্ত্রী বুশরা বিবি-ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৭ বছরের জেল খাটছেন। এছাড়া ইমরানকে ১০ লাখ এবং বুশরাকে ৫ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।
পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশন শুরু, আপ সরকারকে তীব্র আক্রমণ বিরোধীদের
পাকিস্তানের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল ২০২৩ সালের মে মাসে ইমরানের গ্রেফতারিকে “অবৈধ” বলেছিলেন। এরপর লাহোর হাই কোর্ট তার জামিনও মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলায় অভিযুক্ত থাকায় তিনি এখনো মুক্তি পাননি।
IPL 2025: শুরু ২২ মার্চ, কোথায় কবে ম্যাচ, কীভাবে কিনবেন টিকিট?
ইমরান খান শুধু রাজনীতিক নন, তিনি পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তার জনপ্রিয়তা পাকিস্তানে এখনো তুঙ্গে, আর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তার সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে, এ মনোনয়ন কি তাকে জেল থেকে মুক্ত করতে পারবে? সেটাই এখন বড় প্রশ্ন!