ব্যুরো নিউজ, ৮ আগস্ট:সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করলেও সন্তুষ্টিতে ভুগছে না তৃণমূল কংগ্রেস। যে ১৩ টি আসনে তারা পরাস্ত হয়েছে সেগুলিতে এবার দলীয় স্তরে রদবদল ঘটাতে চলেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুত্রে খবর জেলা থেকে একেবারে ব্লক স্তর পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে রদবদল ঘটবে। মালদার একটি আসনে কংগ্রেস জিতেছে সেখানে গতবারও কংগ্রেস সাংসদ জয়ী হয়েছিল। ফলে মালদায় রদবদল ঘটাতে তৎপর তৃণমূল নেতৃত্ব। কেন বারবার সেখানে তৃণমূলকে পরাস্ত হতে হচ্ছে সেটিও চুলচেরা বিশ্লেষণ করে দেখবেন তৃণমূল নেতারা।মালদা জেলায় তৃণমূল নেতাদের অনেকেরই বয়স হয়েছে ।এমনকি ৮০ বছরের উর্ধ্বে বিধায়কও সেখানে তৃণমূলের সাংগঠনিক পদে রয়েছেন ।
আত্মসমর্পণ মেন ইন ব্লুর,শ্রীলঙ্কায় ওয়ান ডে ক্রিকেট সিরিজে হার ভারতের
পারফর্মেন্স না থাকলে বিদায়
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি
এসব নিয়েই এবার ভাবনা চিন্তা করছে তৃণমূল। এছাড়া পূর্ব মেদিনীপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া প্রভৃতি জেলায় তৃণমূলের রদবদল আসন্ন। কারণ ২৯ টি সিটে জয়লাভ করলেও পুরুলিয়া আসনে গতবারে হেরেছিল তৃণমূল। এবারও সেখানে তৃণমূল পররাষ্ট্র হয়েছে। বিষ্ণুপুর আসনে পরপর দুবার জয়ী হয়েছেন বিজেপির সৌমিত্র খান। সেখানে দলীয় নেতারা মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে পারেননি বলেই বিশ্বাস তৃণমূলের ।বিশেষভাবে পুরুলিয়ার জেলা সভাপতি ছাত্রনেতা সবাই সংশয়ের মুখে তারা দীর্ঘদিন ধরে সেখানে কাগুজে বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুরুলিয়া আসনটি দুবার জিতল বিজেপি। সেখানকার এক ছাত্রনেতা রীতিমতো ফিল্মস্টার সেজে ঘুরে বেড়ান। আর জেলা সভাপতি সকাল থেকে নিজের অফিসে বসে সামান্য কাজ সারেন মাত্র বলে স্থানীয় মানুষের অভিযোগ ।এছাড়া তিনি দিনের বেশিরভাগ সময় নিজের ব্যবসা সামলাতে ব্যস্ত বলে অনেকেই অভিযোগ তুলেছেন। আর সংগঠন যারা বোঝেন তাদেরকে ব্রাত্য রেখে কিছু পদলোভী তৃণমূলের কেষ্ট বিষ্টুরা কলার তুলে ঘুরে বেড়াচ্ছেন। তারাই নানা পদে বসে ছড়ি ঘোরাচ্ছেন। নিজেদের স্বার্থের বাইরে দলীয় স্বার্থ তারা দেখছেন না ।এ বিষয়ে এবার নজরে রাখছে কালীঘাট। পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি দুটি আসনেই বিজেপি জয়ী হয়েছে। তাই এবার ওই দুই জেলার ব্লকের নেতৃত্ব পরিবর্তিত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের মালদা জেলাতেও ব্যাপক পরিবর্তনের আশঙ্কা রয়েছব। যে সমস্ত বিধানসভা কেন্দ্রে তৃণমূল পরাস্ত হয়েছে সেখানেও রদবদল ঘটতে পারে। ব্লক সভাপতি থেকে জেলা সভাপতি প্রত্যেকেই এবার তৃণমূল নেত্রীর স্ক্যানারে এর ফলে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আভাস দিয়েছিলেন পারফর্মেন্স করতে না পারলে বিদায় দেবেন তৃণমূল নেতাদের সেই উদ্যোগ শুরু করে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।