ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : শখের জুতো কিনে আনন্দ পেলেও তা রাখার জায়গা নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয়। বিশেষ করে শহরের ২-৩ কামরার ফ্ল্যাটে স্থান সীমিত হলে এই সমস্যা আরও তীব্র হয়। তবে আধুনিক পদ্ধতিতে সহজেই জুতো রাখার সমাধান পাওয়া সম্ভব। জেনে নিন এমন কিছু কার্যকরী উপায় যা জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করবে।
১. ঘূর্ণায়মান জুতো রাখার তাক
জুতো রাখার ঘূর্ণায়মান তাক আজকাল বেশ জনপ্রিয়। এটি বিভিন্ন আকার ও আয়তনের পাওয়া যায় এবং কম জায়গাতেই সুন্দরভাবে জুতো সাজিয়ে রাখা সম্ভব। হাত দিয়ে তাক ঘুরিয়ে প্রয়োজনীয় জুতো সহজেই খুঁজে পাওয়া যায়। অনলাইনে এর বিভিন্ন ধরনের মডেল কিনতে পাওয়া যায়।
২. বসার জায়গার নিচে গোপন কুঠুরি
গদিওয়ালা বসার জায়গার নিচেই গোপন কুঠুরি তৈরি করে জুতো রাখার ব্যবস্থা করা যায়। ঘরের মাপ অনুযায়ী বিশেষ এই ধরনের আসবাবপত্র তৈরি করা সম্ভব। অনেক ক্ষেত্রে হাইড্রোলিক সিস্টেমযুক্ত দেরাজ ব্যবহারের ফলে জুতো রাখার কাজ আরও সহজ হয়।
৩. জুতো রাখার দেরাজ
জুতো রাখার জন্য আলমারিতে বিশেষ দেরাজ তৈরি করা একটি কার্যকরী উপায়। যদি আপনার জুতোর সংখ্যা বেশি হয়, তবে আলাদা একটি মাঝারি মাপের আলমারি তৈরি করে নিতে পারেন। এতে জুতো সহজে সংরক্ষণ করা যায় এবং অন্যান্য জিনিসের সঙ্গে মেশানো হয় না।
পাকিস্তানে আবারও জঙ্গি হামলা, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ৩২ জন নিহত
৪. দেওয়ালে তাক
জায়গা বাঁচাতে দেওয়ালের ভেতর আলমারির মতো তাক তৈরি করা যেতে পারে। হাইড্রোলিক সিস্টেমযুক্ত পাল্লা ব্যবহার করলে এটি ব্যবহার করা আরও সহজ হবে। মেঝে ফাঁকা রাখার জন্য দেওয়ালজুড়ে এমন ব্যবস্থা কার্যকর।
৫. জুতোর বাক্স সংরক্ষণকারী আলমারি
স্বচ্ছ পাল্লার আলমারি কিনতে পারেন, যার ভেতরে জুতোর মাপে আলাদা আলাদা বাক্স থাকে। এতে জুতো সংরক্ষণ যেমন সহজ হয়, তেমনি আলমারির ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নও থাকে।