শিমলা, মানালি ও কাশ্মীর এখন সাদা বরফের রাজ্য

ব্যুরো নিউজ ,২৫ ডিসেম্বর:হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিমলা ও মানালি এবার বরফে ঢাকা হয়ে সাদা বরফের রাজ্যে পরিণত হয়েছে।  তুষারপাতের কারণে এখানে তাপমাত্রা কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। ফলে, এই স্থানগুলোতে আসা পর্যটকরা পাচ্ছেন ‘হোয়াইট ক্রিসমাস’-এর অভিজ্ঞতা। তবে, বরফের এই সৌন্দর্য্যের সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলে কিছু সমস্যা তৈরি হয়েছে।হিমাচল প্রদেশের শিমলা, মানালি ও অন্যান্য পর্যটন স্থানগুলোতে ২৫ ডিসেম্বরের দিন তুষারপাতের কারণে পুরো অঞ্চল সাদা বরফে ঢাকা পড়েছে, যা এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে।

গ্রাম বাংলায় হারিয়ে যাচ্ছে জোনাকি, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রয়োজন জরুরি উদ্যোগ

তুষারপাত এবং বৃষ্টি

সামাজিক মাধ্যমে শিমলা ও মানালির স্নো-কভার ছবি ছড়িয়ে পড়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শিমলা ও হিমাচলের কিছু এলাকায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিমলার হোটেল ও ট্যুরিজম স্টেকহোল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমকে সেথ জানান, শিমলায় হোটেল বুকিং ৭০ শতাংশের বেশি হয়ে গেছে, এবং তুষারপাতের কারণে রুম বুকিংয়ে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।তবে, তুষারপাতের কারণে হিমাচল প্রদেশে ২০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে তিনটি জাতীয় মহাসড়কও রয়েছে। বন্ধ হয়ে যাওয়া রাস্তার মধ্যে অ্যাটারি থেকে লেহ, কুল্লু জেলার সঞ্জ থেকে আউট, কিন্নর জেলার খাব সাঙ্গাম এবং লাহুল-স্পিতি জেলার গ্রামফু রাস্তা উল্লেখযোগ্য। এসব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক পর্যটক তাদের গাড়ি নিয়ে আটকে পড়েছিলেন, তবে তাদের উদ্ধার করা হয়েছে।

বাঘিনী জিনাতকে ধরতে নানান পশুর টোপ, তবুও অধরা সে

রাজ্য প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করেছে এবং স্থানীয়দের পরামর্শ মেনে চলতে বলেছে।এদিকে, কাশ্মীরের উচ্চ অঞ্চলেও নতুন করে তুষারপাত হয়েছে এবং তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে। শ্রীনগর ও পহেলগামের তাপমাত্রা -৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। কাশ্মীর বর্তমানে ‘চিলাই কালান’ নামক শীতকালীন কঠিন সময়ে রয়েছে, যা ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।এই তুষারপাতের কারণে হিমাচল প্রদেশে গাড়ি স্কিড হওয়ায় ও দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর