ব্যুরো নিউজ, ২৯ আগস্ট: SFI-এর র্যাগিংয়ের প্রতিবাদ মিছিলে ‘ধুন্ধুমার’। রাজ্যের সর্বত্র র্যাগিং মুক্ত, বহিরাগত ও সমাজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে প্রতিবাদ সমাবেশে করে SFI।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে যাদবপুর ৮ বি-তে এক বড়ো সমাবেশের ডাক দেওয়া হয়। যদিও এই সমাবেশে পুলিশের কোনও অনুমতি ছিল না বলেই জানাযায়। তবে, পুলিশের অনুমতিকে তোয়াক্কা না করেই এই সমাবেশে SFI কর্মী সমর্থকরা যোগদান করেন। ইতিমধ্যেই কলকাতা ও বিভিন্ন জেলাগুলি থেকে ছোটো ছোটো মিছিল করে SFI কর্মী সমর্থকরা এই সমাবেশে যোগদান করতে আসতে শুরু করেছে।
যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের এই সমাবেশ SFI ছাত্র সংগঠনের হলেও আসলে সিপিএমই রাস্তায় নেমেছে বলে মনে করা হচ্ছে। CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশাপাশি নীলোৎপল বসু ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী থাকবেন এই সমাবেশে। ঘটনাচক্রে এই তিন নেতাই যাদবপুরের প্রাক্তনী। যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিপিএমকে নিশানা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। ইভিএম নিউজ