পাকিস্তানে নিরাপত্তা ও আর্থিক সংকটে চ্যাম্পিয়ন্স ট্রফি

ব্যুরো নিউজ,১৫ ফেব্রুয়ারি :চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ভারত, ফলে তারা পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। অন্যদিকে, বাকি দেশগুলো পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে। তবে, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা যে এখনও যথেষ্ট শক্তিশালী নয়, তা আবারও প্রমাণিত হয়েছে। সম্প্রতি করাচির একটি স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে ভুয়ো পরিচয়পত্র নিয়ে একজন ব্যক্তি ঢুকে পড়ে। পরে তাকে গ্রেফতার করা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ঃ পুরস্কারের পরিমাণ জানাল আইসিসি, জিতলে কত পরিমাণ টাকা পাবে বিজয়ী দল? 

স্টেডিয়ামে ঢোকার চেষ্টা?

শুক্রবার, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগের দিন একটি ব্যক্তি স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। সে ভুয়ো অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিল। নিরাপত্তারক্ষীরা তার পরিচয়পত্র পরীক্ষা করার পর এটি ভুয়ো বলে শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয় এবং স্থানীয় থানায় নিয়ে গিয়ে তার উদ্দেশ্য জানার চেষ্টা করা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি আইসিসি এবং পিসিবি’র ভুয়ো অ্যাক্রেডিটেশন কার্ড ব্যবহার করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন।এছাড়া, পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছিল। এই কাজের জন্য প্রাথমিকভাবে ১৩০০ কোটি টাকা খরচ ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে তা বেড়ে গিয়ে ১৮০০ কোটি টাকা হয়ে গিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের আত্মবিশ্বাসী প্রত্যয়ঃ ভারতের বিরুদ্ধে জয়ের শপথ!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বোর্ড অফ গভর্নর্স এই অতিরিক্ত খরচের অনুমোদন দিয়েছে, ফলে অন্যান্য খাতে খরচ কাটছাঁট করতে হচ্ছে। তবে, তাও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারছে না তারা।এ অবস্থায় পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন চালানো পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা সমস্যা এবং অতিরিক্ত খরচের কারণে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর