ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:সারদা অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায় প্রায় এক যুগ ধরে বিনা বিচারে জেলবন্দি। অথচ এই মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর। এদিকে একই ধরনের মামলায় অনেক অভিযুক্ত জামিন পেলেও তাদের মুক্তি হয়নি। অভিযোগ নিম্ন আদালতে মামলার বিচার তো দূরের কথা নিয়মিত শুনানিও হয় না।
রেলের ইউনিয়ন ভোটে প্রথমবার ইভিএমের ব্যবহার, উত্তেজনা ব্যারাকপুরে
বকেয়া মামলা
২০১৩ সালের এপ্রিলে গ্রেফতার হওয়া সুদীপ্ত সেন সম্প্রতি জেল থেকে আদালতে আর্জি জানালে বিষয়টি আলোচনায় আসে। হাই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলি কিছু তথ্য আদালতে জমা দেয়। জানা যায় রাজ্য পুলিশের কাছে থাকা সারদা মামলার ৩০৫টি কেসের মধ্যে ২৮২টিতে সুদীপ্ত জামিন পেয়েছেন। তবে তিনটি মামলায় তদন্তই শুরু হয়নি।আইনজীবীরা বলছেন এই দীর্ঘ বন্দিদশা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। মামলার বিচার শুরু না হওয়া এবং নির্দিষ্ট সময়ের বেশি জেলে থাকা আইনের বিরুদ্ধে। সুদীপ্তের “প্রিজ়নার্স পিটিশন” থেকে জানা যায়, তার পক্ষে কোনও আইনজীবীও ছিল না। হাই কোর্টের নির্দেশে এখন তার হয়ে একদল আইনজীবী মামলা লড়ছেন।
বেআইনি নির্মাণের দৌরাত্ম্যঃ ভাঙতে গিয়ে পদে পদে বাধা
সারদা মামলায় সিবিআই এবং রাজ্য পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ রয়েছে। সিবিআইয়ের ৮১টি কেসে সুদীপ্ত জামিন পেলেও রাজ্য পুলিশের হাতে থাকা ৩০৮টি মামলার মধ্যে এখনও ৩টি বকেয়া। এ ছাড়া ভিন রাজ্যের ১৭টি সমনও বকেয়া।