ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: RPF-এর তৎপরতায় রক্ষা পেল যাত্রী
১০ অক্টোবর সময় তখন প্রায় সকাল ৬টা বেজে ১০ মিনিট। ২২৮৯৫ আপ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া রেল স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই সময় একজন পুরুষ যাত্রী ট্রেনে চলমান গতিতে ওঠার চেষ্টা করেন এবং ভারসাম্য হারিয়ে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে নীচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে এক RPF HWS পদের ASI বিনোদ কুমার চৌধুরী নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীর জীবন বাঁচান।
সীমান্তে জখম অবস্থায় উদ্ধার ব্যক্তি
দুর্ঘটনা থেকে প্রানে বেঁচে স্বাভাবিক ভাবেই খুশি ওই পুরুষ যাত্রী। এবং RPF-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে ইউনিফর্ম কর্মীরা তাঁর জন্য ঈশ্বর হিসাবে কাজ করেছে।
জানা গেছে, ঘটনাস্থলটি সিসিটিভি ক্যামেরার সীমার মধ্যে নয়। তবে মোবাইল ক্যামেরা দ্বারা তৈরি একটি ভিডিও ফুটেজ থেকে দেখতে পাওয়া যায় দুর্ঘটনার দৃশ্য। রেলের কর্মকর্তা তার দায়িত্ব পালনে মনোযোগী ছিলেন। তার কর্তব্যের প্রতি সংকল্প সত্যিই প্রশংসনীয়। ইভিএম নিউজ