বিশেষ ভাবে সক্ষম ভক্তের সঙ্গে মেলবোর্নে আলিঙ্গন ঋষভ পন্থের

ব্যুরো নিউজ ,২৫ ডিসেম্বর:ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ আরও একবার মন জয় করে নিলেন, তবে এবারের ঘটনায় ব্যাট হাতে নয়, বরং তাঁর আন্তরিকতা ও মানবিকতা দিয়ে। মেলবোর্নে ভারতের অনুশীলন শেষে ঘটল এক হৃদয়স্পর্শী দৃশ্য। পন্থ যখন অনুশীলন শেষে মাঠ থেকে বের হচ্ছিলেন, তখন একটি বিশেষভাবে সক্ষম বাচ্চা ছেলে তার মায়ের হাত ধরে ঋষভ পন্থের দিকে এগিয়ে আসেন। পন্থকে দেখে বাচ্চাটি উত্তেজিত হয়ে দৌড়ে আসে এবং তাকে জড়িয়ে ধরেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সূচি ঘোষণা, ভারত-পাকিস্তান মহারণ কবে?

প্রশংসিত

পন্থ এক মুহূর্তের জন্য থেমে যান। প্রথমে তিনি বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বাচ্চাটি বলল, “তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। আজ প্রথম আমি কোনো ক্রিকেটারের এত কাছে এলাম।” ঋষভ পন্থ এই কথা শুনে হাসিমুখে বললেন, “তোমার সঙ্গে দেখা করে আমিও খুব খুশি। ভালো থেকো, সবসময় হাসিখুশি থাকো।” এরপর পন্থ বাচ্চাটির সঙ্গে একটি ছবি তোলেন। এই হৃদয়স্পর্শী মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং অনেকেই পন্থের এই আচরণকে প্রশংসিত করেছেন।

শিরোনামে কাঞ্চন মল্লিক, বিধানসভায় জমা দিলেন ছ’লক্ষ টাকার মেডিক্যাল বিল!

চলতি সিরিজে পন্থ ব্যাট হাতে খুব একটা ভালো রান করতে পারেননি। তিনটি টেস্টে পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৯৬ রান, যার গড় ১৯.২০। তবে পার্থে প্রথম ইনিংসে তাঁর ৩৭ রান ভারতের সংগ্রহ ১৫০ রানে পৌঁছাতে সহায়তা করেছিল, এবং ভারতের জয়ও হয়েছিল। এখন পরবর্তী টেস্ট ম্যাচগুলিতে পন্থ কীভাবে পারফর্ম করেন, সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর