supreme court

ব্যুরো নিউজ,২০ আগস্ট: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি-ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আরজিকর কাণ্ডের মামলা উঠতেই একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। শুরু থেকেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেয় শীর্ষ আদালত। আরজিকর কান্ডে সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিসহ অন্যান্য আইনজীবীরা।

বিভ্রান্তিকর অবস্থা তৃণমূলে!’মিডিয়া ম‍্যানেজমেন্ট’করবেন কারা?যা জানা গেল

শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে রাজ‍্য:

“এটা ভয় জাগানোর মত ঘটনা” এভাবেই শুনানির শুরুতে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। পাশাপাশি সারাদেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন তিনি। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্য সরকারকে প্রশ্ন করা হয়, ‘এফআইআর দায়ের করতে এত দেরি কেন?’ বিচারপতি জেবি পাদ্রীওয়ালা জানতে চান, ‘কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফ আই আর দায়ের হয়েছিল?’ জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। পরে অধ্যক্ষ অভিযোগ করেন।’

Rg Kar Update:”জলদি করো”তড়িঘড়ি সৎকার নির্যাতিতার দেহ,পুলিশের ভূমিকায় প্রশ্ন

প্রধান বিচারপতির প্রশ্ন ছিল, ‘সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়? এফ আই আর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন?’ রাজ্যের আইনজীবীরা বলেন, ‘আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের দাবি মত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে পোস্টমর্টেম হয়। তারপর বিকেল চারটের সময় ময়নাতদন্ত শেষ হয়। পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।’ প্রধান বিচারপতি জানতে চান, “তাহলে প্রথম অভিযোগ কখন দায়ের হলো?”

বাংলায় রাষ্ট্রপতি শাসন?রাজ‍্যপাল দিল্লি যেতেই ঘুম উড়েছে তৃণমূলের

রাজ্যের তরফে বলা হয়, ‘১১ঃ৪৫ মিনিটে প্রথম এফআইআর দায়ের হয়।’ প্রধান বিচারপতির প্রশ্ন, “এত দেরিতে এফআইআর দায়ের কেন? কেন পরিবারের তরফে প্রথম এফআইআর দায়ের হলো? প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? বিকেলে পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় খুন। এফআইআর দায়ের হয়েছিল বেলা ১১ঃ৪৫ মিনিটে। সেই সময় নির্যাতিতার বাবা-মা ছিলেন না। হাসপাতালের দায়িত্ব ছিল FIR দায়ের করা।’ প্রধান বিচারপতির বেঞ্চের কড়া প্রশ্নবানের মুখে একেবারে রাজ্যের আইনজীবীরা চুপ করে যান।দেশজুড়ে মানুষের মনের মধ্যে এই একই প্রশ্ন ঘোরাফেরা করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর