ওরফিশ মাছ

ব্যুরো নিউজ,২০ ফেব্রুয়ারি :আবার সেই মাছের দেখা! এমন একটি মাছ, যা সাধারণ মানুষের মধ্যে অনেক ভীতির কারণ হয়ে দাঁড়ায়। লোকমুখে শুনে আসা যায় যে, যখনই এই মাছ দেখা যায়, তখনই নাকি কোনও প্রাকৃতিক বিপর্যয় ঘটে। ক্যানারি আইল্যান্ডে সম্প্রতি এই বিরল মাছটি দেখা গিয়েছে এবং তার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় জনগণের মধ্যে। তবে, কিছু মানুষ মনে করেন এটি শুধু একটি অন্ধবিশ্বাস এবং কুসংস্কার।

নাসার ‘ড্রাগনফ্লাই’ এর শনির চাঁদ টাইটানে রহস্যভেদে নতুন অভিযান

‘অশুভ দূত’

জাপানিরা এই মাছকে ‘সমুদ্রের সাপ’ বা ‘ওরফিশ’ হিসেবে জানে। তাদের বিশ্বাস অনুসারে, এটি ‘অশুভ দূত’ বা ‘ধ্বংসযজ্ঞের বার্তাবাহক’। ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ২১টি ওরফিশ ক্যালিফোর্নিয়ার উপকূলে দেখা গেছে। আর জাপানি সংস্কৃতিতে এই মাছকে দেখা গেলে, তা এক প্রকার সতর্কবার্তা হিসেবে ধরা হয় যে, সুনামির মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে।

ওরফিশ একটি অত্যন্ত দুর্লভ প্রজাতির মাছ। এটি সমুদ্রের অনেক গভীরে, প্রায় ৩ হাজার ৩০০ ফুট নিচে মেসোপেলাজিক অঞ্চলে বসবাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এই মাছের দীর্ঘ ফিতার মতো আকৃতি এবং বিশাল সাইজ (২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে) মানুষকে মুগ্ধ করে এবং প্রাচীনকাল থেকেই এটি নানা মিথ এবং রহস্যের জন্ম দিয়েছে।

বেঙ্গালুরুর মাল্টিপ্লেক্সে সিনেমার আগে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর জন্য জরিমানা! 

আয়ারল্যান্ডের ওশেন রিসার্চ অ্যান্ড কনজারভেশন অ্যাসোসিয়েশন (ওসিআরএ) জানিয়েছে, এই মাছ সাধারণত সমুদ্রের গভীরে থাকে এবং খুব কমই মানুষের চোখে পড়ে। তবে, কিছু মানুষ বিশ্বাস করে যে, যখনই এই মাছ দেখা যায়, তখনই বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটে। ২০১১ সালে যখন এই মাছ দেখা গিয়েছিল, তার পরেই বৃহৎ আকারে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল।তবে, কিছু বিজ্ঞানী এই ধারণা নস্যাৎ করেন এবং একে কুসংস্কারের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন। তাদের মতে, প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে এই মাছের উপস্থিতি নির্ভরযোগ্য কোনো প্রমাণ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর