সম্পর্ক থেকে বিয়ের গল্প শেয়ার করলেন পিভি সিন্ধু নিজেই

ব্যুরো নিউজ,২৬ ডিসেম্বর:সম্প্রতি বিয়ে করেছেন ভারতের দু’বার অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। তাঁর স্বামী বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন সিন্ধু। পিভি সিন্ধু জানিয়েছেন, বেঙ্কটের সঙ্গে পরিচয় ছিল, তবে তখন তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়নি। এক বিমানযাত্রার সময় তাঁদের মধ্যে নতুন করে যোগাযোগ শুরু হয়। সিন্ধু বলেন, ‘‘সেই যাত্রা আমাদের কাছাকাছি এনেছিল। মনে হয়েছিল, আমরা এক জায়গায় পৌঁছাতে পেরেছি। বলতে পারেন, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো ছিল।’’

ক্রিস্টমাসে সান্তা ক্লজ সেজে পরিবার নিয়ে আনন্দে মাতলেন মহেন্দ্র সিংহ ধোনি!

দিনটি সত্যিই স্মরণীয়

এ সম্পর্কের পরবর্তী পদক্ষেপ ছিল বাগদান। সিন্ধু জানান, বাগদানের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন এবং আন্তরিক। ‘‘আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত অর্থবহ, যা আমরা আজীবন স্মরণ করতে চাই,’’ বলেছেন তিনি।পিভি সিন্ধু তাঁর বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। তিনি জানান আমার পেশাগত জীবনে খুব ব্যস্ততা থাকে, তাই বিয়ের দিনটি কীভাবে পরিকল্পনা করা হবে, তা নিয়ে আমি পরিষ্কার ধারণা দিয়েছিলাম।

“ফাঁকি দিয়ে চলে গেলো ও” স্ত্রীর সম্পর্কে কেন এমন কথা বললেন স্বামী?

বেঙ্কটও আমার স্বপ্নগুলো বাস্তবায়িত করার জন্য সাহায্য করেছে। আমরা একসঙ্গে পুরো বিয়ের পরিকল্পনা করেছি, যাতে আমাদের গল্প এবং ব্যক্তিত্ব বিয়ের অনুষ্ঠানে প্রতিফলিত হতে পারে। বিয়ের পরিকল্পনা ছিল একটি চ্যালেঞ্জ, তবে পিভি সিন্ধু এবং বেঙ্কট দত্ত সাই একে একে সমস্ত কিছু নিশ্চিত করেছেন এবং তাদের বিশেষ দিনটি সত্যিই স্মরণীয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর