ব্যুরো নিউজ,১৬ ডিসেম্বর:ভারতের জোড়া অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। ২২ ডিসেম্বর তার বিয়ের দিন ঠিক হয়েছে, তার আগে গত শনিবার বাগ্দান সারলেন তার দীর্ঘদিনের বন্ধু এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, বাড়বে রাতের তাপমাত্রা
কোথায় বসবে বিয়ের আসর?
শনিবার হায়দরাবাদে এক ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেন এই যুগল। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন সিন্ধু। অনুষ্ঠানে পিভি সিন্ধু পরেছিলেন লম্বা হাতা, সবজে-নীল রঙা মেটালিক গাউন। ঢেউখেলানো চুল, কানভর্তি দুল, আর বাঁ হাতে ঘড়ি নিয়ে তাকে দারুণ লাগছিল। অন্যদিকে বেঙ্কটের পরনে ছিল গাঢ় নীল জিন্স ও প্যাস্টেল খয়েরি শার্ট।খোলা আকাশের নিচে, বেগুনি রঙের ফুলে সেজে থাকা এক মনোরম পরিবেশে তারা আংটি বদল করলেন। সেই মুহূর্ত ছিল একেবারে রূপকথার গল্পের মতো।বিয়ের জন্য পিভি সিন্ধু ও বেঙ্কট দত্ত উড়ে যাবেন রাজস্থানের উদয়পুরে। ২২ ডিসেম্বর রাজকীয় আয়োজনে বসবে তাদের বিবাহবাসর। উদয়পুরের ঐতিহ্যবাহী পরিবেশে সম্পন্ন হবে তাদের বিয়ে।
পুষ্পা ২ঃ মৃত্যুর ঘটনায় বিতর্কের মাঝেও ৯০০ কোটির ক্লাবে ঢুকল আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা
যেহেতু পাত্র-পাত্রীর আদি নিবাস হায়দরাবাদ তাই ২৪ ডিসেম্বর সেখানে একটি বিবাহ-পরবর্তী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে দক্ষিণী চলচ্চিত্রের তাবড় তারকা যেমন শোভিতা ধূলিপালা ও নাগা চৈতন্য, ছাড়াও অন্যান্য ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার আশা করা হচ্ছে।