ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর :পুজোর ক’দিন জাঁকজমকের মধ্যে অনেকেই রোদে ঘুরে ঠাকুর দেখতে বেরিয়েছেন। কিন্তু আনন্দের পাশাপাশি ত্বক ও চুলের অবস্থা অনেকেরই খারাপ হয়ে গেছে। বিশেষ করে মাথার তালুতে ঘাম ও ময়লা জমে চুল হয়ে উঠেছে রুক্ষ এবং আঠালো। পুজো শেষে খরচের ধাক্কা সামলাতে গিয়ে যদি স্যালুনে গিয়ে অতিরিক্ত খরচ করতে না চান, তাহলে বাড়িতেই নিতে পারেন সহজ কিছু চুলের যত্ন।
উৎসবের পর চুলের সঠিক যত্ন নিতে ব্যাবহার করুন এই ঘরোয়া টোটকাগুলি
সহজ ও কার্যকরী টিপসগুলি হল-
১) শ্যাম্পু ব্যবহারের পরামর্শ: প্রতি দিন শ্যাম্পু করা স্বাস্থ্যকর নয়। কারণ এটি মাথার ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট করতে পারে। যদি অতিরিক্ত ঘাম না হয়, তাহলে এক দিন অন্তর শ্যাম্পু করা যেতে পারে। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন এবং প্রয়োজনে ড্রাই শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
২) গরমে স্ট্রেটনার বা ড্রায়ার ব্যবহার: গরমে এই যন্ত্রগুলোর ব্যবহার থেকে বিরত থাকুন। এগুলির ব্যবহারে মাথার ত্বক তৈলাক্ত হয়ে পড়ে এবং খুশকির পরিমাণ বাড়তে পারে।
অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে? চুলের যত্নে সাধারণ ভুল করে ছেলেরা
৩) চুলের গন্ধ দূর করতে হেয়ার মিস্ট: ঘামের কারণে অনেকের চুলে গন্ধ হতে পারে, যা অস্বস্তিকর। তাই হেয়ার মিস্ট সঙ্গে রাখুন এবং প্রয়োজন হলে চুলে স্প্রে করুন।
৪) জবাফুলের জল ব্যবহার: ৩-৪টি জবাফুল জলে ফুটিয়ে সেই জল ছেঁকে একটি বোতলে রাখুন। এই জবাফুলের জল স্প্রে করে নিতে পারেন বা তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত দু’বার ব্যবহারে চুলের আঠালো ভাব দূর হবে।
চুল ঘন ও সুন্দর করতে জবা ফুল ও আমলকির বিশেষ উপকারিতা
৫) ব্রাহ্মী শাকের প্যাক: ব্রাহ্মী শাক শুকিয়ে গুঁড়িয়ে নিন। এর সঙ্গে নারকেল তেল, অলিভ অয়েল বা জবার তেল মেশান। চাইলে তুলসী, আমলকি বা নিমপাতাও বেটে মিশিয়ে নিতে পারেন। সমগ্র মিশ্রণটি চুলে ভাল করে মেখে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের জেল্লা ফিরে আসবে।