ব্যুরো নিউজ,১৮ ডিসেম্বর:২০২৫ সালের প্রাথমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তালিকা অনুযায়ী, গরমের ছুটি কমে দাঁড়িয়েছে ৯ দিনে আর দুর্গাপূজাসহ বিভিন্ন উৎসবে ছুটি বেড়ে হয়েছে ২৫ দিন। মঙ্গলবার প্রকাশিত এই তালিকা ইতিমধ্যেই আলোচনা সৃষ্টি করেছে।গরমের ছুটি শুরু হবে ২ মে থেকে চলবে ১২ মে পর্যন্ত। শুধুমাত্র নটি কার্যদিবস ছুটি থাকছে। যদিও প্রতি বছর গ্রীষ্মকালে ভয়াবহ গরমের কারণে অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয় এবারও সেই সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় গরমের ছুটি প্রায় অর্ধেক কমে যাওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে আটায় মেশান এটি, দূর হবে সমস্যা
পুজোর ছুটি একটানা ২৫ দিন:
২০২৫ সালে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। দুর্গাপূজা, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটাকে মিলিয়ে একটানা ২৫ দিনের ছুটি থাকবে (রবিবার বাদ দিয়ে)। গত বছরের তুলনায় পুজোর ছুটি বেড়েছে ১০ দিন। আগে কোজাগরী লক্ষ্মীপুজোর পর স্কুল খুলত এবং পরে কালীপুজোর ছুটি পড়ত। এবার এই দুটি ছুটিকে একত্রিত করা হয়েছে।বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “দীর্ঘদিন ধরেই পূজার সময়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছুটির মধ্যে বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছিল। প্রাথমিকের তালিকায় তা মান্যতা পেয়েছে। আশা করছি মাধ্যমিকের ক্ষেত্রেও এই অসংগতি দূর হবে।” তিনি আরও প্রস্তাব দেন, “গরমের লম্বা ছুটির পরিবর্তে মর্নিং স্কুল চালু করলে সমস্যার সমাধান হতে পারে।”
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ অযোধ্যার রাম মন্দিরঃ গর্বিত ভারতবাসী
২০২৫ সালের ছুটির সংখ্যা:
২০২৫ সালে প্রাথমিক স্কুলে মোট ৬৫ দিন ছুটি থাকছে। তিন পর্যায়ে এই ছুটি বিভাজন করা হয়েছে:
- প্রথম পর্যায়ে (১ জানুয়ারি – ১৫ এপ্রিল): ১৪ দিন।
- দ্বিতীয় পর্যায়ে (১৬ এপ্রিল – ৭ অগস্ট): ১৪ দিন।
- তৃতীয় পর্যায়ে (৮ অগস্ট – ৩১ ডিসেম্বর): ৩৭ দিন।
এই ৩৭ দিনের মধ্যে ২৫ দিনই পুজোর ছুটি। তবে গত বছরের তুলনায় ছুটির সংখ্যা একই থাকলেও, বিভাজনে এই পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।