ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :উৎসবের পর ত্বক এবং চুলের যত্নে অনেকেই খেয়াল রাখতে ভুলে যান। যার কারণে উৎসবের আনন্দ ম্লান হয়ে যায় চুল পড়া এবং চুলের ক্ষতি নিয়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা হতে পারে ঘরোয়া ডিমের প্যাক যা চুলের শক্তি ও জেল্লা ফিরিয়ে আনে। জেনে নিন, কীভাবে এই সহজ প্যাকগুলি ব্যবহার করে চুলকে সুস্থ এবং উজ্জ্বল রাখতে পারেন।
জেল্লাদার ত্বক পেতে ব্যাবহার করুন এই বিশেষ উপাদানের ফেসপ্যাকগুলি
সহজে ঘরোয়া যত্নে ঝরবে না চুল
শীতে চুল পড়া রোধে কার্যকরী টোটকাঃ আমলকি, অ্যালো ভেরা ও জবা ফুল দিয়ে কিভাবে যত্ন নেবেন জেনে নিন
প্রথমে ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর এতে হালকা গরম জল মিশিয়ে মিশ্রণটি পাতলা করুন। চুল শ্যাম্পু করার পর এই মিশ্রণটি কন্ডিশনার হিসেবে পুরো চুলে লাগান। বিশেষ করে ডগায় লাগাতে ভুলবেন না, কারণ চুলের ডগা বেশি শুষ্ক হয়ে যায়। কয়েক মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলে দ্রুত উজ্জ্বলতা আসবে এবং চুল পড়াও কমবে।
ব্রণর সমস্যা বেড়েই চলেছে? এর জন্য আপনার চুলই দায়ী! জানুন কেন
রুক্ষ চুল নরম করতে ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। চুলে ভালো করে লাগিয়ে রেখে দিন দুই ঘণ্টা। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। মধুর ময়েশ্চারাইজিং প্রভাব চুলের রুক্ষতা কমিয়ে চুলকে নরম ও ঝকঝকে করবে।
চুলে তেল মালিশ করার সঠিক পদ্ধতি অবলম্বন করেন কি আপনি ?
চুলে প্রাকৃতিক কন্ডিশনিং আনার জন্য এক কাপ দইয়ের সঙ্গে একটি ডিমের কুসুম মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। চুলে আঁশটে গন্ধ থাকলে শ্যাম্পু করে ফেলতে পারেন। রাসায়নিক কন্ডিশনার ছাড়াই এই প্যাক চুলের প্রাকৃতিক মসৃণতা ফিরিয়ে আনতে দারুণ কার্যকর।



















