পিএম জনমন প্রকল্প

ব্যুরো নিউজ,১৫ ফেব্রুয়ারি :২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার ‘পিএম জনমন’ নামে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে, যার লক্ষ্য দেশের ক্ষুদ্র বা বিপন্ন জনজাতি জনগণের উন্নয়ন করা। প্রকল্পটি বিশেষভাবে সেই জনগোষ্ঠীকে সহায়তা দেয়, যারা কয়েক হাজার বা লাখখানেক জনসংখ্যার মধ্যে সীমাবদ্ধ এবং প্রকৃতির কারণে প্রত্যন্ত বা দুর্গম গ্রামগুলিতে বাস করে। ‘পিএম জনমন’ প্রকল্পের আওতায় এই জনগণদের জন্য পাকা বাড়ি, শৌচালয়, পাকা রাস্তা, শিক্ষা ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

ভালোবাসা দিবসে রণবীর কাপুরের নতুন চমক—লঞ্চ করলেন নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ARKS’

কারণ কি?

প্রকল্পটি তৎপরভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হলেও পশ্চিমবঙ্গে এখনও কার্যকর হয়নি। পশ্চিমবঙ্গের একাধিক জনগোষ্ঠী, যেমন বিরহর, রাভা এবং টোটো, কেন্দ্রীয় সরকার কর্তৃক ‘বিশেষভাবে বিপন্ন জনজাতি গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত হয়েছে। এই তিন জনগোষ্ঠীর সম্মিলিত জনসংখ্যা মাত্র ৬৭,৪৩১, যার মধ্যে টোটো জনগণ মাত্র ১,৬০০ জন। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও ‘পিএম জনমন’ প্রকল্প কার্যকর করার জন্য কোন প্রস্তাব কেন্দ্রকে পাঠায়নি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার চাওয়ার পরেও রাজ্য সরকারের এই নিরবতা দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ‘পিএম জনমন’ প্রকল্প কার্যকর হয়েছে, তবে পশ্চিমবঙ্গে এর কার্যক্রম শুরু হয়নি। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প গ্রহণ না করার জন্য দায়ী। এদিকে, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক স্বার্থের কারণে এই প্রকল্প কার্যকর হতে দিচ্ছেন না। তাঁর মতে, এই প্রকল্পে কেন্দ্র ১০০ শতাংশ খরচ বহন করছে, কিন্তু তাও মুখ্যমন্ত্রী এর সুবিধা নিতে চান না।

এই ৫টি অভ্যাস যদি আপনার থাকে, তবে জীবনে কখনও সফলতা পাবেন না। জেনে নিন সেই অভ্যাস গুলো কি কি?

তবে রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক পাল্টা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী জনগণের উন্নয়নে নিজেই কাজ করছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বহু প্রকল্প গ্রহণ করা হয়েছে।’’এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী কোনো কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতা করেননি। তিনি আরও বলেন, ‘‘আমরা কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে আমাদের কাজ করছি, তবে প্রকল্পটি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে মন্তব্য করা হবে।’’সর্বশেষ, এখন প্রশ্ন উঠছে—এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কেন পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে না?এটা কি সরকারের আভ্যন্তরীণ রাজনীতি, না অন্য কোনো কারণ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর