ব্যুরো নিউজ,১৫ আগস্ট: ২০২৪ প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা বিজয়ী পাকিস্তানের আরশাদ নাদিম। এবং রুপো বিজয়ী ভারতের নীরজ চোপড়া। কিছুদিন আগেই অলিম্পিক শেষ হয়েছে।তাদের দুজনকে নিয়ে গর্বিত দুই দেশ। পদকজয়ী দুই দেশের দুই তারকা আবার খুব ভালো বন্ধু ও।
এই পরিষেবা চালু হলে মালদ্বীপ এগিয়ে যাবে তত্তড়িয়ে জানালেন এস জয় শঙ্কর
শাহরুখ এবং আমিতাভের প্রসঙ্গ
পদক নিয়ে ফেরার পর সংবাদ মাধ্যম তাদের জিজ্ঞেস করেন, যে তাদের দুজনকে নিয়ে যদি সিনেমা করা হয় তাহলে তাদের দুজনের চরিত্র দুটি কোন অভিনেতারা পালন করবেন বলে তারা প্রত্যাশা করেন। প্রথমে এই প্রশ্নটি করা হয় নীরজ কে। তার কাছে জানতে চাওয়া হয় যে আরশাদের চরিত্রে কোন অভিনেতা অভিনয় করার প্রত্যাশা রাখেন তিনি। জবাবে নীরজ বলেন , আরশাদ খুবই লম্বা তাই ওর চরিত্রে আমি অমিতাভ বচ্চন কে প্রত্যাশা করি।
সেই একই প্রশ্ন আরশাদকে করা হয় নীরজ সম্পর্কে। আরশাদ বলেন , যে নীরদের চরিত্রে যদি শাহরুখ খান কাজ করেন তাহলে খুব ভালো হয় ।তারপর তারা হেসে ফেলেন। আরশাদ নাদিমকে নীরজের মা নিজের ছেলের মতন স্নেহ করেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগের বার টোকিও অলিম্পিকে নীরাজ জ্যাভলিনে সোনা জিতে ছিলেন এবং এরশাদ পঞ্চম স্থানে থেমে গিয়েছিলেন।