ব্যুরো নিউজ, ৯ আগস্ট:পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আশরাফ নাদিমের কাছে হার মানল নীরজ চোপরা। যে সোনার প্রত্যাশা জাগিয়েছিলেন নীরজ শেষ পর্যন্ত নাদিম এর কাছে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপরাকে। ভারতের যারা অলিম্পিকসে সোনা আনার দাবিদার ছিলেন নীরজ তারের মধ্যে অন্যতম। তাকে নিয়েই সারা ভারতে প্রত্যাশা জেগেছিল।
রূপোই সন্তুষ্ট নীরজ
High Court Observation:১ টাকায় সৌরভকে জমি, স্বচ্ছতা কোথায়?প্রশ্ন হাইকোর্টের
কিন্তু গতকাল প্যারিসে নীরজ প্রথম থ্রো করতে যান তখন তার সেই প্রথম থ্রো ডিসকোয়ালিফাই অর্থাৎ বাতিল হয়ে যায়। দ্বিতীয় থ্রোতে ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো জেতেন নীরজ চোপরা। কিন্তু আরশাদ নাদিম সোনা জিতলেন ৯২.৯৭ মিটার ছুঁড়ে। গরলেন অলিম্পিক রেকর্ড। তবে তারও প্রথম থ্রো বাতিল হয়েছিল। যে নীরজ সেমিফাইনালে সাবলীনভাবে জ্যাভেলিন ছুঁড়ে সোনার প্রত্যাশা জাগিয়েছিলেন তিনিই ১৫০ কোটি ভারতবাসীকে হতাশ করলেন। ফলে একটি রুপো সহ চারটি ব্রোঞ্জ নিয়ে এখনো পর্যন্ত পাঁচটি পদক জিতেছে ভারত। ১৬ বছর আগে রেকর্ড গড়েছিলেন নরওয়ের আন্দিয়াস থরকিল্ডসেন। কিন্তু তিনি ৯০. ৯৭ মিটার ছুঁড়ে সেই রেকর্ড ভেঙে দিল প্যারিস অলিম্পিক। নীরজ এর কাছাকাছি গেলেন।থ্রোয়ার নাদিম সেই রেকর্ড ভেঙ্গে দিলেন। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পেলেন গ্রেনাডার অ্যান্ড্র্রারসন পিটারসন। তিনি ছুঁড়েলেন ৮৮. ৫৮ মিটার ।তবে নীরজ রুপো পেলেও আশা জাগিয়ে রাখলেন পরবর্তী খেলায় তার সোনা জেতার উজ্জ্বল সম্ভাবনায়। ভারত অবশ্য নীরজের পারফরম্যান্যে যথেষ্ট উল্লাসিত। প্যারিস অলিম্পিক্সে আরো কয়েকটি পদক জিতবে ভারত এমনটাই প্রত্যাশা করছেন ভারতীয় খেলোয়ারেরা।