ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:চুল পড়া এবং খুশকির সমস্যায় অনেকেই ভোগেন। তবে পেঁয়াজের রস নিয়মিত ব্যবহার করে এই সমস্যাগুলো অনেকটাই কমানো যায়। কিন্তু যদি আপনি দেখতে পান যে দিনের পর দিন পেঁয়াজের রস ব্যবহার করেও ফল পাচ্ছেন না তাহলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পেঁয়াজের তেল। বাজারে নানা ধরনের অনিয়ন অয়েল পাওয়া যায় কিন্তু সেগুলোর অধিকাংশেই রাসায়নিক উপাদান থাকে যা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বাড়িতে তৈরি পেঁয়াজের তেলই সবচেয়ে ভালো।পেঁয়াজের তেলে আছে অনেক গুণাবলী। এটি মাথার ত্বকের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে যার ফলে নতুন চুল গজাতে সাহায্য হয়। পেঁয়াজের তেলে থাকা সালফার চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ ছাড়া এটি চুলের রুক্ষতা দূর করে এবং চুলে ঝলমলে ভাব আনে। নিয়মিত পেঁয়াজের তেল ব্যবহারে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় এবং অকালে চুল পাকা রোধ হয়।
যৌবনের তেজ ধরে রাখতে এই খাবারগুলি খাওয়া একেবারে বন্ধ করুন
পেঁয়াজের তেল বানানোর উপকরণ
- ২টি বড় মাপের পেঁয়াজ
- ২ চা চামচ মেথি বীজ
- ২০০ মিলিলিটার নারকেল তেল বা তিসির তেল
মানিপ্লান্ট ভুল দিকে রাখা অত্যন্ত অশুভ ,অজান্তেই ডেকে আনছেন নিজের বিপদ। সঠিক দিক জেনে নিন
প্রণালী
১. প্রথমে একটি পেঁয়াজ পিষে রস বের করে নিন। অন্যটি কুচিয়ে রাখুন।
২. এখন একটি মিক্সারে পেঁয়াজের কুচি ও মেথি বীজগুলো দিয়ে ভালোভাবে পিষে নিন।
৩. একটি সসপ্যানে নারকেল তেল বা তিসির তেল গরম করুন।
৪. গরম তেলে মেশান পেঁয়াজের রস এবং পেঁয়াজ-মেথির পেস্ট।
৫. এটি ভালোভাবে নেড়ে ২০ মিনিট ফোটাতে থাকুন, যাতে মিশ্রণটি ঘন হয়ে আসে।
৬. ফোটানোর পর তেলটি ঠান্ডা হতে দিন। এবার এটি আপনার চুলে ব্যবহারের জন্য প্রস্তুত।
নিয়মিত এই তেল মাথায় মালিশ করলে চুল পড়া, খুশকি এবং রুক্ষতা দূর হতে সাহায্য করবে।