পূর্বস্থলীর গ্রামের বাসিন্দারা

ব্যুরো নিউজ ৭ নভেম্বর : পূর্বস্থলীর ঘূর্ণি গ্রামের পুজো কমিটি দেবীর বিসর্জনের সময় দুর্ঘটনার শিকার হয়ে মন খারাপ করে বসেছিল। দ্বাদশীর দিন দেবীমূর্তির শাড়ি ও চুলে আচমকা আগুন লেগে যায়, তাতে পুড়ে যায় কিছু অংশ। এতে গ্রামজুড়ে বিষণ্ণতা নেমে আসে, আর পুজো কমিটির সদস্যরা দুঃখিত হয়ে ভাবতে থাকেন, কীভাবে দেবীর পূর্ণাঙ্গ পুজো আবার আয়োজন করা যায়। সেই মন খারাপ থেকেই বৃহস্পতিবার নতুন উদ্যমে এক দিনের বিশেষ পুজো আয়োজন করলেন গ্রামের বাসিন্দারা।

রাজ্যে রোগীদের রেজিস্ট্রেশন ফি একবারই

এক দিনের পূর্ণাঙ্গ পুজো হল

পুজো কমিটির দীর্ঘদিনের প্রথা মেনে, এবারের দুর্গাপুজোও যথাযথ নিয়মে পালিত হয়েছিল। কিন্তু বিসর্জনের সময় হঠাৎ ঘটে যায় অঘটন। এই ঘটনায় তারা দেবীর সন্তুষ্টির জন্য আবার একটি বিশেষ পুজোর পরিকল্পনা করেন। পরামর্শ নেওয়া হয় পুরোহিত ও পণ্ডিতদের কাছ থেকে। সিদ্ধান্ত হয়, দেবীকে সম্মান জানিয়ে এক দিনের পূর্ণাঙ্গ পুজো করা হবে।এবারের পুজো শুরু হয় অকাল বোধনের মাধ্যমে, যাকে বলা যায় “এক দিনের দুর্গাপুজো।” ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সমস্ত আচার-অনুষ্ঠান একদিনেই সেরে ফেলা হয়। বলি থেকে ভোগ—সবই সঠিকভাবে সম্পন্ন করা হয়।

বায়ুদূষণ রুখতে ধাপায় বড় মাপের বায়ো-সিএনজি প্ল্যান্টের উদ্যোগ কলকাতা পুরসভার

গ্রামের বাসিন্দারা দেবীর প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে নতুন করে একটি মূর্তি তৈরি করে পূর্ণ পুজোর আয়োজন করেন। পুজো কমিটির সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন, “দেবী খুবই জাগ্রত এবং ভক্তিভরে তাকে আরাধনা করলে তিনি মনোবাসনা পূর্ণ করেন। এবারও ভক্তি ও নিষ্ঠা দিয়ে তাঁকে পূর্ণ মর্যাদায় আরাধনা করা হয়েছে।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর