ব্যুরো নিউজ,১১ নভেম্বর:বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নতুন তিন ‘মন্ত্রী’ শপথ নিয়েছেন রবিবার। রাষ্ট্রপতির বাসভবনে শপথগ্রহণ করেন মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকি এবং শেখ বশিরউদ্দিন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তারা বিভিন্ন মন্ত্রক পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন।বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকিকে, যিনি দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেত্রী তিশার স্বামী। ফারুকির শপথগ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিশা। ইনস্টাগ্রামে শপথগ্রহণের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘নতুন যাত্রার জন্য তোমায় অভিনন্দন, আলহামদুলিল্লাহ।’ এরই মধ্যে ফারুকিকে অভিনন্দন জানিয়ে অনেক নেটিজেনও মন্তব্য করেছেন।
ট্রাম্পের ফোন পুতিনকেঃ ‘ইউক্রেন যুদ্ধ শেষ করতে আলোচনায় বসতে চাই’
নতুন আলচনা
শেখ বশিরউদ্দিনকে বাণিজ্য, পাট এবং বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।মাহফুজ আলমকে আপাতত কোনও মন্ত্রক দেওয়া হয়নি। মাহফুজ, ২০১৫-১৬ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত। এই আন্দোলনই শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলেছিল এবং মাহফুজকে সরকারের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছিল। এবার তাকে মন্ত্রীর পদে নিয়োগ দেওয়া হলো। মাহফুজের শপথ নেওয়ার পর কিছু নেটিজেন তাকে কটাক্ষ করেন।একজন মন্তব্য করে বলেন, ‘যে সংবিধানকে তিনি ফ্যাসিবাদের সংবিধান মনে করেন, সে সংবিধান মেনে শপথ নিলেন।’
ভারতের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না
এছাড়াও, রবিবার রাতে ইউনুস সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।তারা হলেন—স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সায়েদুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে পুলিশের প্রাক্তন আইজি খোদা বকশ চৌধুরী, এবং শিক্ষা মন্ত্রকের দায়িত্বে অধ্যাপক এম আমিনুল ইসলাম।নতুন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন মুখ যুক্ত হওয়ার পর, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে বেশ কিছু আলোচনার সৃষ্টি হয়েছে।