nepal-also-bands-spices

ব্যুরো নিউজ, ১৭ মে : এভারেস্ট ও এমডিএইচ এ দুই ভারতীয় মশলা প্রস্তুতকারী সংস্থার মশলায় প্রচুর পরিমাণে ক্ষতিকারক মেশানো হচ্ছে। আর সেই কারণেই এবার দুই সংস্থার মশলা আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করল নেপাল। উল্লেখ্য ভারতীয় মশলায় কীটনাশক মেশানো হচ্ছে, এই অভিযোগে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সিঙ্গাপুরের খাদ্যসুরক্ষা দপ্তর এর আগে ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছিল। এই সংস্থার ফিসকারি মশলায় প্রচুর পরিমাণে কীটনাশকের মেশানো আছে বলে প্রমাণ মিলেছিল। আর সেই কারণে এক বিবৃতি জারি করে সিঙ্গাপুর সরকার ভারত থেকে সেই মশলা আমদানি বন্ধ করে দেয়।

নিয়োগ দুর্নীতিতে এবার দেবের নাম? চাকরিপ্রার্থীর অডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

সব ধরনের মশলার নমুনা পরীক্ষা শুরু ভারতের

এবার ভারতীয় মশলা প্রস্তুতকারী সংস্থা এমডিএইচ-এর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। এভারেস্ট ও এমডিএইচ-এর বিরুদ্ধে মশলায় অতিরিক্ত পরিমাণ ইথিলিন অক্সাইড জাতীয় কীটনাশক ব্যবহারের অভিযোগ উঠেছে এটি মানব শরীরে ক্যানসারের মতো মারণ রোগের কারণ হতে পারে বলে ধারনা। বিভিন্ন দেশ থেকে এই অভিযোগ ওঠার পর সতর্ক হয়েচে নেপাল।

সূত্রের খবর, নেপালের ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টও ভারতীয় মশলার উপর পরীক্ষা-নিরিক্ষা করেছে। আর সেখানেই ভারতীয় মশলা দুই মশলা প্রস্তুতকারী সংস্থার মশলায় ক্ষতিকারক উপাদান মেশানোর প্রমাণ মিলেছে। সেই কারণে এই সংস্থার মশলার আমদানি, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। নেপালের ওই দপ্তরের মুখপাত্র মোহনকৃষ্ণ মহার্জন জানিয়েছেন, ‘এভারেস্ট এবং এমডিএইচ কোম্পানির মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমরা সেগুলোর বাজারে বিক্রিও নিষিদ্ধ করেছি। ওই সংস্থাগুলোর তৈরি মশলায় ক্ষতিকারক রাসায়নিক পাওয়া গিয়েছে। এই দুটি বিশেষ ব্র্যান্ডের মশলা নিয়ে এখনও পরীক্ষা চলছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

ভারতীয় মশলা প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে ভারত। মশলায় কীটনাশক ব্যবহার হচ্ছে কিনা তা জানতে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া’ নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর ইতিমধ্যে পরীক্ষার জন্য দেড় হাজার নমুনা পাঠানোও হয়েছে।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর