ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. শুভম সাব্রেওয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি ডিউটি এড়িয়ে বেসরকারি প্র্যাকটিস করার জেরে ষোলো বছরের রিম্পা পালের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় চিকিৎসককে শোকজ করেছে হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাবেরী ভট্টাচার্য।
আলফা-র উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়াল কেন্দ্র
হাসপাতালের নিয়ম লঙ্ঘন করেছেন ডা. শুভম সাব্রেওয়াল
রিম্পা পাল নামে ওই কিশোরী ৫ নভেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে সাইকিয়াট্রি বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি হয়। তাকে সিনিয়র রেসিডেন্ট ডা. শুভম সাব্রেওয়ালের অধীনে ভর্তি করা হয়।সেদিন চিকিৎসক হাসপাতালে না থেকে দক্ষিণ দমদম এলাকায় প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত ছিলেন। নিয়ম অনুযায়ী রাতের শিফটে তার এবং পিজিটি ডা. অহনা ওঝার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা কেউই দায়িত্বপালন করেননি বলে অভিযোগ।জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্য ডা. অনিকেত দাস জানান শুভম সাব্রেওয়াল সরকারি হাসপাতালে ডিউটি না করে দীর্ঘদিন ধরে বেসরকারি প্র্যাকটিস করছেন। রিম্পার মৃত্যুর জন্য তার দায়িত্বজ্ঞানহীনতাই দায়ী বলে মনে করছেন অনেকে।ঘটনা সামনে আসার পর বিভাগীয় প্রধান ডা. কাবেরী ভট্টাচার্য এক শোকজ চিঠি দিয়ে চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়েছেন। চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে দায়িত্বপালনে শৃঙ্খলাভঙ্গ এবং হাসপাতালের নিয়ম লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে বলা হয়েছে।
মমতার নতুন সিদ্ধান্তঃ দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ
রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সরকারি ডিউটিরত অবস্থায় কোনও চিকিৎসক বেসরকারি প্র্যাকটিস করতে পারেন না। কিন্তু ডা. শুভম সাব্রেওয়ালের কর্মকাণ্ডে এই নিয়ম ভঙ্গ হয়েছে। বিষয়টি প্রমাণ সহ তুলে ধরেছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন।এই ঘটনায় নাগরিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুভম সাব্রেওয়ালের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। এক সময় যারা তার পাশে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই বলছেন “ভুল মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আজ বুঝতে পারছি।”