ঘরোয়া

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর :দুর্গাপুজোর পরে দীপাবলি ও ভাইফোঁটা আসছে। আর উৎসবের এই সময়ে আমাদের মেকআপ তো করতেই হবে। কিন্তু যতটা যত্ন নিয়ে মেকআপ করবেন, ততটাই ধৈর্য ধরে মেকআপ তুলতেও হবে। বাজারে অনেক কোম্পানির মেকআপ রিমুভার পাওয়া যায়, কিন্তু সেগুলি ত্বকের জন্য মোটেও ভালো নয়। রাসায়নিক উপাদান ত্বকের ছোট ছিদ্রে আটকে থেকে ত্বককে আরও শুষ্ক ও খসখসে করে তোলে। ত্বক যদি বেশি স্পর্শকাতর হয়, তাহলে ব্রণ ও ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরোয়া উপায়েই মেকআপ তোলার চেষ্টা করুন, যাতে ত্বকের স্বাস্থ্যও ভালো থাকে।

কলা পাতায় খাবার খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে?আপনি কি জানেন

মেকআপ তুলবেন কী ভাবে?

শীতে ঠোঁট ফাটার সমস্যা? ঘরেই তৈরি করুন অর্গ্যানিক লিপ বাম !

মেকআপ তুলতে দুধ দারুণ কার্যকরী। আধ কাপ দুধের সঙ্গে এক চামচ আমন্ড তেল মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন। দুধে রয়েছে ভিটামিন এ, ডি, বি১২, বি৬, বায়োটিন, পটাশিয়াম ও ক্যালশিয়াম, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।

মধুও একটি চমৎকার ময়েশ্চারাইজার। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ব্রণ ও র‍্যাশের সমস্যাও কমাতে সাহায্য করে। মেকআপ তুলতে ১ চা চামচ মধুর সঙ্গে ১ চা চামচ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট পর উষ্ণ জলে ভেজানো নরম কাপড় দিয়ে মেকআপ তুলে ফেলুন।

ত্বকের জেল্লা হারাচ্ছেন! মোবাইল ব্যবহারই কি হতে পারে কারণ?

শুষ্ক ত্বকের জন্য নারকেল তেলও একটি ভালো অপশন। ১ চা চামচ নারকেল তেলের সঙ্গে ২ চা চামচ অলিভ তেল মিশিয়ে নিন এবং শুষ্ক ত্বকে ২-৩ মিনিট রাখুন। পরে উষ্ণ জলে ভেজানো নরম কাপড় দিয়ে মেকআপ মুছে ফেলুন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর