মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:মুর্শিদাবাদ জেলা জুড়ে বর্তমানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়িক লেনদেন বন্ধ হয়ে গেছে, এবং ছাত্র-ছাত্রীরা নেট ব্যবহার করতে না পারায় তাদের পড়াশোনায় বাধা সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের ছাত্রদের কলেজ কাউন্সেলিংয়ের জন্য অন্য জেলায় যেতে হচ্ছে কারণ ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে সেখানকার তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

কলকাতা হাই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় আজ

১৭ জনকে গ্রেফতার করে পুলিশ

এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। অস্ত্রোপচার করতে গেলেও সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  ব্লাড ব্যাঙ্ক থেকেও রক্ত সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

‘তৃণমূল সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে’ মন্তব্য বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পালের

বেলডাঙার ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে বেলডাঙার সংঘর্ষ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে আজকের মধ্যে জমা দিতে হবে। সুরক্ষা ব্যবস্থা কীভাবে গ্রহণ করা হয়েছে সেই বিষয়েও জানাতে বলা হয়েছে। সংঘর্ষের ঘটনা প্রতিরোধে রাজ্য সরকারের পদক্ষেপ এবং ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

২০২৫-এ ভারতে মেসি? কেরলের ক্রীড়ামন্ত্রীর দাবি উসকে দিল উত্তেজনা

মুর্শিদাবাদের বেলডাঙায় ১৬ নভেম্বর রাতে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে বেশ কিছু বাড়ি ও দোকানে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। সংঘর্ষের পর পুলিশের পক্ষ থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করা হয়েছে। তবে ইন্টারনেট বন্ধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর