Mount Everest trafic jam

ব্যুরো নিউজ, ২৮ মে: সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে একদল নেমে আসছে আর তাদের নামার জন্য অপেক্ষা করছে অন্য দল। কারন তাদের নামা শেষ হলেই ফাঁকা হবে রাস্তা। ফলে ওপর দলটি এগোতে পারবে তাদের গন্তব্যে। এছাড়াও দেখা যাচ্ছে সারির পর সারি লম্বা লাইন। যা দেখা বোঝার উপায় নেউ যে এটি মূলত এভারেস্টে ওঠারই ভিড়।

আবারও অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে আল্লু অর্জুন ও রশ্মিকাকে

এমন লাইন আমরা দেখে থাকি রেশনের লাইনে, কিংবা অফিস কাছারির দিন রেল, মেট্রোর লাইনে, এছাড়াও কলকাতায় ঠাকুর দেখার ভিড় তো আছেই। তবে যে ভিডিও সম্প্রতিকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও কার্যত অবিশ্বাস্যকর। এক্সপিডিশনে নেমেও যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থাকতে হবে তা ভাবনারই অতীত।

https://x.com/1goodtern/status/1793875879900200985?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1793875879900200985%7Ctwgr%5Ed58f4c015c0938423921de49838f010ce079dee4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fworld%2Fviral-video-traffic-jam-on-mount-everest-as-2-climbers-feared-dead_523826.html

সারি দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে পর্বতারোহীরা। যত দূর দেখা যাচ্ছে তত তাকালে শুধু সারিবদ্ধ পর্বতারোহীদেরই দেখা যাচ্ছে। আর তা দেখেই সাধারণ মানুষ বলছে শহর, বাজার-হাঁট তো দুরাস্ত, এবার এভারেস্টেও ‘ট্রাফিক জ্যাম’। কারন আগের জন পথ না ছারলে এগোতে পারছে না পরের সারির পর্বতারোহীরা। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এতে করে যেমন সময়ও বেশি লাগছে। তেমনই আশঙ্কাও বাড়ছে। এমনকি যে কোনও মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে ঘটতে পারে বড় রকমের বিপদ।

সাধারণভাবে এভারেস্ট অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস। আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। তাই এ বছর যেনও এভারেস্ট অভিযানের মরশুমে পর্বতারোহীদের ঢল নেমেছে। তবে অনেক পরিবেশবিদ ও পর্বতারোহী এভারেস্টে এই ভিড়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারান এক ভারতীয় পর্বতারোহী। ফলে এই ঘটনায় কারন হিসাবে  এভারেস্টে ‘ট্রাফিক জ্যামে’র বিষয়টিকেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই মরসুমে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

BJP Helpline

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর