ব্যুরো নিউজ ১৬ অক্টোবর : কর্নাটক হাই কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, মসজিদে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া অপরাধ নয়। আদালত দুই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা অপরাধমূলক মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতিরা মন্তব্য করেন, এই স্লোগান ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে এমন কিছু তারা দেখতে পাচ্ছেন না।
সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের
ঠিক কি ঘটেছিল ?
ঘটনাটি ঘটে ২০২৩ সালের সেপ্টেম্বরে, যখন দক্ষিণ কন্নড় জেলার একটি স্থানীয় মসজিদে ঢুকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে দুই অভিযুক্তের বিরুদ্ধে। সেই সময় তাদের গ্রেপ্তার করে কর্নাটক পুলিশ এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত, বেআইনি অনুপ্রবেশসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়।তবে অভিযুক্তরা পুলিশি অভিযোগের বিরুদ্ধে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হন। শুনানিতে আদালত পুলিশি অভিযোগগুলো খারিজ করে দেয়। আদালত জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগকারী নিজেই বলেছেন যে এলাকায় হিন্দু ও মুসলমানরা সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। সেক্ষেত্রে ‘জয় শ্রীরাম’ স্লোগানে সমস্যা কোথায়?অভিযোগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আদালত আরও বলেছে, মসজিদটি একটি সার্বজনীন স্থান। তাই সেখানে প্রবেশ করাকে বেআইনি বলা যাবে না।
আরজি কর কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটঃ সঞ্জয় রায়ের বিরুদ্ধে প্রমাণ
আদালত আরো জানায়, “আইপিসির ২৯৫ ধারায় কোনও ঘটনা অপরাধ হিসেবে গণ্য হবে যখন তা এলাকার শান্তি বিঘ্নিত করবে। যদি তা না ঘটে, তবে এই ধরনের ঘটনা অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।”এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট করেছে যে ধর্মীয় সহনশীলতা এবং সংহতির প্রয়োজনীয়তা যে কোনো পরিস্থিতিতে গুরুত্ব পায়।