টোটো চালিয়ে মাসে কত আয় সম্ভব?

ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:টোটো চালানো বর্তমানে একটি লাভজনক ও প্রয়োজনীয় পেশা হয়ে উঠেছে। চাকরি হারানোর পর অনেকেই এই পেশাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মানুষ এখন টোটোর উপর নির্ভরশীল। তাই এটি শুধু যাত্রীদের জন্য নয়, চালকদের জন্যও আয়ের ভালো উৎস।একটি নতুন টোটোর দাম ৯০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হয়। মডেল ও ব্যাটারির উপর দাম নির্ভর করে। যারা একসঙ্গে পুরো টাকার ব্যবস্থা করতে পারেন না তারা ২০,০০০-৩০,০০০ টাকা দিয়ে বাকিটা লোনে কিনতে পারেন। লোনের কিস্তি মাসে অল্প অল্প করে শোধ করার সুবিধাও রয়েছে।

“পারফেক্ট ফিমেল বডি” আখ্যা ব্রাজিলের ফিটনেস ইনফ্লুয়েঞ্জার ক্যারোল রোজালিনের

টোটোর দৈনিক ও মাসিক আয়ের সম্ভাবনা:

  1. শহরে: শহরে সারাদিন টোটো চালালে দৈনিক আয় ১,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
  2. গ্রামে: গ্রামাঞ্চলে আয় তুলনামূলক কম, দৈনিক ৫০০-৭০০ টাকার মধ্যে থাকে। তবে রিজার্ভ ভাড়া পেলে আয়ের পরিমাণ বেড়ে যায়।
  3. মাসিক আয়: মাসে টোটো চালিয়ে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আয় সম্ভব।

চার্জিং খরচ:

একবার টোটো চার্জ দিতে খরচ পড়ে ৫০-১৫০ টাকা। একবার চার্জে ৭০ কিলোমিটার পর্যন্ত চলা যায়। দিনে প্রায় ১৫০ টাকা চার্জিং খরচ হলে মাসে চার্জিং খরচ হয় প্রায় ৪,৫০০ টাকা।

আপনার ঘরের সাজে নিয়ে আসুন বোহেমিয়ান স্পর্শ, জেনে নিন সহজ কিছু টিপস

ব্যাটারি পরিবর্তনের খরচ:

প্রতি এক বা দুই বছর অন্তর ব্যাটারি বদলাতে হয়।লোনের কিস্তি ও অন্যান্য খরচ বাদ দিয়েও এই পেশা থেকে ভালো উপার্জন করা সম্ভব। সঠিক পরিকল্পনা ও নিয়মিত কাজ করলে টোটো চালানো একটি স্থায়ী আয়ের উৎস হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর