প্রধানমন্ত্রী মোদীর পরপর দু'দেশ সফরঃ ফ্রান্স ও আমেরিকায় গুরুত্বপূর্ণ বৈঠক

ব্যুরো নিউজ,১০ ফেব্রুয়ারি :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পরপর দুটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে বের হচ্ছেন। সোমবার তিনি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে বৈঠক করবেন। এর পর ১২ ফেব্রুয়ারি আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেবেন মোদী। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ১৩ ফেব্রুয়ারি। এই বৈঠকে বৈদেশিক নীতি, শুল্ক ব্যবস্থা এবং বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসতে পারে, এমনটা ইঙ্গিত দিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী।

ছুরির কোপে গুরুতর আহত কিন্তু পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সইফঃ রহস্য কি?

ভারতের বিদেশসচিব কি জানিয়েছেন?

ভারতের বিদেশসচিব জানিয়েছেন, ট্রাম্পের শপথ গ্রহণের তিন সপ্তাহের মধ্যেই মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা দু’দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ১৩ ফেব্রুয়ারি দু’জনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসী বিতাড়ন এবং শুল্কনীতি নিয়ে বেশ তৎপর হয়েছেন। ইতিমধ্যে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

ছুরির কোপে গুরুতর আহত কিন্তু পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সইফঃ রহস্য কি?

এছাড়া, মেক্সিকো, কানাডা এবং চিনের মতো দেশগুলোর বিরুদ্ধে নতুন শুল্কনীতি জারি করা হয়েছে।অন্যদিকে, ভারতের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি থাকার কারণে ট্রাম্পের শুল্কনীতি ভারতকেও প্রভাবিত করতে পারে। তবে ট্রাম্প এখনও ভারতের উপর শুল্ক চাপানোর ব্যাপারে কিছু জানাননি। এই পরিস্থিতিতে মোদী কি ট্রাম্পের কাছে আশ্বাস আদায় করতে পারবেন, তা নিয়ে এখন উত্তেজনা চলছে।এছাড়া, মোদী-ট্রাম্প বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্রী।

সম্প্রতি বাংলাদেশে কিছু অস্থিরতা দেখা দিয়েছে, এবং এ বিষয়েও আলোচনা হতে পারে। মোদী ফ্রান্স সফরের পর আমেরিকায় পৌঁছে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, যা ভারত-আমেরিকা সম্পর্কের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। মোদী এবং ট্রাম্পের সম্পর্ক ব্যক্তিগত স্তরেও বেশ মসৃণ এবং আগেও বহু বার তাঁরা একে অপরকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।এবারের সফরের মধ্য দিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। মোদী এবং ট্রাম্পের মধ্যে একটি সফল বৈঠক হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর