মোদীর রিও ডি জেনিরো সফরে বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা

ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:বর্তমানে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯তম জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, এবং প্রযুক্তি বিষয়ক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। মোদী বলেন, ‘রিও ডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করতে পেরে আমি আনন্দিত। আমরা সংস্কৃতি, শিক্ষা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করেছি।’

মোদীর ব্রাজিল সফরে গুরুত্বপূর্ণ বৈঠকঃ বাণিজ্য, নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা

নতুন পদক্ষেপ গ্রহণ


তিনি আরও বলেন, ‘ভারত-ইতালি মৈত্রী এই পৃথিবীকে আরও উন্নত গ্রহে পরিণত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।’ এছাড়া, মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে ভারতের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা, মহাকাশ, শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে মোদী জানান, ভারত ও ফ্রান্স মহাকাশ, শক্তি এবং এআই বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি বলেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দেখা করে আমি সবসময়ই আনন্দিত। আমাদের আলোচনা চলবে, যাতে দুই দেশের মধ্যে মানুষের যোগাযোগ আরও বৃদ্ধি পায়।’

ইলন মাস্কের নতুন চিন্তাঃ ৩০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে পৌঁছানো সম্ভব?

অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকের পর, ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয় যে, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি ব্রিটেনে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়তা করবে।এছাড়া, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে মোদী ভারত-ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার আশ্বাস দেন। বৈঠক গুলির মাধ্যমে মোদী বিশ্ব নেতাদের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার দিকেই এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর